মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে এক শিক্ষকের বাড়ি থেকে বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন। শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, শ্রীমঙ্গলের সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেব জীবনের ইছবপুরের বাড়িতে একটি শঙ্খিনী সাপ ঢুকে পড়ে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে কল্যান দেবের স্ত্রী শয়নকক্ষে প্রবেশ করার সময় সাপটি দেখতে পান। এ সময় বাসার লোকজন আতংকিত হয়ে পড়েন।
কল্যান দেব জানান, তিনি তাৎক্ষণিক বিষয়টি বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেবকে জানালে তিনি ঘটনাস্হলে এসে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন। সাপটি এখন বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে রাখা হয়েছে। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। কাল সকালে সাপটিকে বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে হস্তান্তর করা হবে।
শাকিল/সাএ