বিশ্বকাপ শেষ হওয়ার মধ্যে দিয়েই বিদায় নিচ্ছেন টাইগারদের বোলিং কোচের দায়িত্ব পালন করা অ্যালান ডোনাল্ড। ইতোমধ্যেই বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। বিশ্বকাপ মিশন শেষ করেই বাংলাদেশ সফরে আসবে কিউইরা। যে কারণে নিউজিল্যান্ড সিরিজে টাইগারদের পেস বোলিং কোচের দায়িত্ব কে পালন করবেন তা নিয়ে কৌতুহল রয়েছে ক্রিকেটপ্রেমীদের।
নিউজিল্যান্ড সিরিজ, বাংলাদেশ দলের বিশ্বকাপ ব্যর্থতাসহ নানা বিষয়াদি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। নিউজিল্যান্ড সিরিজে পেস বোলিং কোচের দায়িত্বে কে থাকবেন সেটি সরাসরি না জানালেও তিনি জানান, আসন্ন এই সিরিজে অন্তর্বর্তীকালীন কেউই দায়িত্ব পালন করবেন।
টিটু বলেন, অন্তর্বর্তীকালীন কাউকেই দায়িত্ব দেয়া হবে। এই অল্প সময়ের মধ্যে হুট করে কাউকে নিয়ে আসা সম্ভব হবে না। যেটি হবে ২-১ দিনের মধ্যে আপনারা জানতে পারবেন।
এদিকে, আসন্ন নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক কে হতে পারেন সেটি সম্পর্কেও আভাস দিয়েছেন টিটু। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জানান, যদি কোনো পরিবর্তন আর না আসে তাহলে সহ-অধিনায়ক লিটন দাসই সামলাবেন অধিনায়কত্বের দায়িত্ব।
বিসিবির এই পরিচালক বলেন, ‘সাকিবের চোট আছে। পুরোপুরি সেরে না উঠার আগ পর্যন্ত সে খেলবে না। আমাদের এখন পর্যন্ত সহকারী অধিনায়ক হিসেবে লিটন কুমার দাস আছেন। যদি কোনো নতুন সিদ্ধান্ত না হয় তাহলে সে অধিনায়কের দায়িত্বে থাকবে। আর নতুন কেউ হলে সেটিও জানিয়ে দেয়া হবে।’
শাকিল/সাএ