ঢাকার কেরানীগঞ্জে ছয়তলা একটি ভবনে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের তিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে কেরানীগঞ্জের আগানগর এলাকায় ভবনটির ছয় তলায় আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
খবর পেয়ে ৯টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের কেরানীগঞ্জ ও সদরঘাট নদী বন্দর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ শুরু করেছে। সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বাঁধন/সিইচা/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।