স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে গুরুদাসপুর পৌরসভা এখন ক্যাশলেস ও অনলাইন পোর্টাল জগতে পদার্পন করল। হোল্ডিং ট্যাস্ক, ট্রেড লাইসেন্স, বিভিন্ন প্রত্যায়ন, পানির বিল, জন্ম—মৃত্যুর নিবন্ধন সনদসহ সকল নাগরিক সেবা ঘরে বসেই পাওয়া যাবে।
বুধবার সকাল ১০টায় গুরুদাসপুর পৌর মিলনায়তনে ওয়েব পোর্টালের শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়।
এতে সভাপতির বক্তব্য রাখেন পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী। গুরুদাসপুর পৌরসভার আয়োজনে অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা মো. হাসান আলী ও কাউন্সিলর শেখ সবুজ বক্তব্য রাখেন। এসময় পৌর কাউন্সিলর, কর্মকর্তা—কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।