Bangal Press
ঢাকাWednesday , 15 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ইসির সমানে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট
November 15, 2023 10:19 am
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে ঘিরে নির্বাচন কমিশনের বহু স্তর নিরাপত্তায় এবার ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকেই নির্বাচন কমিশন ভবনের সামনে  যে কোনো অনাকাঙ্খিত ঘটনা রোধ করতে পুলিশ ও র‌্যাব সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিন এপিসি, জলকামান নিয়ে প্রস্তুত রয়েছে।
বিজিবি’র লেফট্যানেন্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম জানিয়েছেন, প্রায় আট প্লাটুন বিজিবি জোয়ান নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সতর্ক অবস্থানে রয়েছেন।
এর আগে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, সন্ধ্যা সতটায় সিইসি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এতে থাকবে সংসদ নির্বাচনের তফসিল।
এদিকে দুপুরে নির্বাচন ভবনের নিরাপত্তা দেখতে এসে  ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের বলেছেন, তফসিল ঘিরে নির্বাচন কমিশন এবং নগরবাসীর নিরাপত্তার জন্য যে সমস্ত কাজকর্ম পুলিশের পক্ষে থেকে করা দরকার- যেমন, সিকিউরিটি চেকআপ, নিরাপত্তা তল্লাশী এবং অন্যন্য গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলো আছে, সেগুলো দেখা।
এদিকে, আজ বিকেল ৫ টায় কমিশনের ২৬ তম কমিশন অনুষ্ঠিত হবে।এ কমিশন সভা শেষে সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারে জাতির উদ্দেশ্য ভাষণ দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
আগামী ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করতে চায় ইসি।



বাঁধন/সিইচা/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।