Bangal Press
ঢাকাWednesday , 15 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ভোট সুষ্ঠু করতে পুলিশ দক্ষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
November 15, 2023 12:40 pm
Link Copied!

নির্বাচনের তফসিল ঘোষণার পর পুলিশ নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। বুধবার সচিবালয়ে বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণা হলে পুলিশ বাহিনী ইসির অধীনে যাবে। তারা সুষ্ঠু ভোট করতে দক্ষ।’ 
নির্বাচন নিয়ে দেশের দুই বড় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে টানাপোড়েনের মধ্যেই ঘোষণা হতে যাচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নিরপেক্ষ সরকারের বিষয়টি সমাধান হওয়ার আগে তফসিল ঘোষণা করা হলে তা দেশের রাজনীতিকে জটিল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। ২০১৩/১৪ সালে তারা সহিংসতা করেছে। তারা জঙ্গিবাদ করেছে। দেশের মানুষ তাদের ভোট দেবে না, মুখ ফিরিয়ে নেবে। সেটা জেনেই তারা জ্বালাও পোড়াও করছে, পুলিশ মারছে। তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। সেকারণে তারা এসব সহিংসতা করছে।’ 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে গৃহযুদ্ধ লাগার সুযোগ নেই। ৫০/৫০ হলে গৃহযুদ্ধ লাগে। আমরা মনে করি, ৯৯/১ ভাগ পার্থক্য। নাশকতা করা যায় কিন্তু মানুষের মন জয় করা যায়না। শেখ হাসিনা জনগণে বিশ্বাস করে, তাদের ম্যান্ডেটে বিশ্বাস করে।’ 
বিএনপির অবরোধ কর্মসূচিতে সহিংসতা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত দুদিন ধরে দেখছেন নাশকতাকারীদের মানুষ ধরে পুলিশে দিচ্ছে। স্কুল কলেজের ছেলেরা আজ প্ল্যাকার্ড ধরে বলেছে ক্লাস ও পরীক্ষা দিতে চাই। এসব বন্ধ হোক চায় না। আমাদের নিরাপত্তা বাহিনী প্রস্তুত আছে। তারা তাদের কাজ করছে। আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্ট দক্ষ।’  
গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশে সহিংসতার পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতাই এখন কারাগারে। যারা বাহিরে আছেন তারাও খুব একটা প্রকাশ্যে আসছেন না। ২৮ অক্টোবরের পর থেকে সারা দেশে ধারাবাহিক ভাবেই হরতাল ও অবরোধের মতো কর্মসূচি পালন করছে বিএনপি। 
বিএনপির এ কর্মসূচিগুলোও শেষ পর্যন্ত শান্তিপূর্ণ থাকেনি। হরতাল অবরোধে রাজধানীসহ সারা দেশে শতাধিক যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় অনেকেই দগ্ধ হয়েছেন। 



আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।