দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই পাথরঘাটায় নৌকা মার্কায় ভোট চেয়ে আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। সেই সঙ্গে তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের নেতারা। বুধবার (১৫ নভেম্বর) উপজেলার দলীয় কার্যালয় হতে বের হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের পক্ষ থেকে আনন্দ মিছিল বের করে। পরে নেতাকর্মীদের মধ্যে মিস্ট্রি বিতরণ করা হয়।
এ সময়ে নেতাকর্মীরা বলেন, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ অর্জন করার জন্যে পাথরঘাটার উন্নয়নের জন্যে আগামী নির্বাচনে যাকে মনোনয়ন দিবেন তাকেই আমরা নেতা হিসাবে গ্রহণ করবো। আমাদের মধ্যে যদি বিরোধ হয় বিএনপি-জামাত অপশক্তিরা মাথা চারা দিয়ে উঠবে।
এর আগে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ও ভোট গ্রহন হবে ৭ জানুয়ারী।
সালাউদ্দিন/সাএ