আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। যা নির্বাচনী রোডম্যাপ, পরিবেশ, তথ্য পর্যালোচনা করে প্রায় ৮ মাস আগেই (২৫ মার্চ) আভাস দিয়েছিলো বিডি২৪লাইভ ডট কম। এই বছরই মার্চের ২৫ তারিখ ‘৭ জানুয়ারি হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’ শিরোনামে বিশ্লেষনধর্মী সংবাদ প্রকাশ করে বিডি২৪লাইভ ডট কম।
আজ বুধবার (১৫ নভেম্বর) বাংলাদেশ টেলিভিশন ও বেতারে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের দেওয়া জাতির উদ্দেশ্য ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা করেছেন সে অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসে্ম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।
বিডি২৪লাইভের এডিটর-ইন-চিফ আমিরুল ইসলাম বলেন, এতো আগে ভোটের তারিখের আভাস দেওয়াটা প্রায় অসম্ভব। তবে আমাদের প্রতিবেদক মেহেদি হাসান হাসিব তার পরিশ্রম দিয়ে নিজেকে প্রমান করেছেন। এজন্য তিনি অবশ্যই প্রশংসার দাবিদার।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। সে সময় সম্ভাব্য ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছিল ৪০ হাজার ৬৫৭টি। এর মধ্যে যাচাই বাছাই শেষে ৪০ হাজার ১৮৩টি কেন্দ্র চুড়ান্ত করা হয়। এতে ভোটকক্ষ ছিল ২ লাখ ৭ হাজার ৩১২টি।
দ্বাদশ সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, দেশে বর্তমান মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। ইসির দেওয়া তথ্যানুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার ৮৫২। আসন্ন দ্বাদশ নির্বাচনে প্রায় ১০ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ করা হবে।