Bangal Press
ঢাকাWednesday , 15 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

৪৫ টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করলেন হুইপ স্বপন

ডেস্ক রিপোর্ট
November 15, 2023 2:26 pm
Link Copied!

তফশিল ঘোষণা হবে তাই তড়িঘড়ি করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৪৫টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করলেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করায় মানুষ এবার নৌকায় ভোট দিবে। তিনি আজ বুধবার বিকাল ৫ টায় কালাই উপজেলার পরিষদ মিলনায়তনে ৪৫ টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ৪৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন হবে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সকল দলকে নিয়ে একটি অংশ গ্রহন মূলক নির্বাচন করবেন।
আগামী নির্বাচনে সকল দলকে অংশ গ্রহনের আহবান জানিয়ে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি আরও বলেন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন নিরলস ভাবে কাজ করছে। বক্তব্যের এক পর্যায়ে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি নির্বাচনী এলাকা কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের উন্নয়ন কাজে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে ৪৫ টি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন ও মোনাজাত করেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলা উদ্দিনসহ কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বিভিন্ন বিভাগের জনপ্রতিনিধি ও দলীয় নেতা কর্মীরা অংশ গ্রহন করেন।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।