খাগড়াছড়িতে গাছ ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম রাসেলের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। বুধবার (১৫ নভেম্বর) পৌর শহরে রাসেলের মুক্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে আগামী ৪৮ ঘন্টা মধ্যে মুক্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর ও পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ, সাবেক কাউন্সিলর মাসুদ রানা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, গত ৯ নভেম্বর আনুমানিক দুপুর ১২ ঘটিকার সময় শফিকুল ইসলাম রাসেলকে ২ জন উপজাতি সন্ত্রাসীরা সুকৌশলে বাগান দেখানোর কথা বলে দীঘিনালা আট মাইল এলাকায় নিয়ে যায়। সেখান থেকে তাকে অপহরণ করে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। দরকষাকষি করে একপর্যায় বিকাশ ও নগদ নম্বরে সর্বমোট ১ লক্ষ ৪০ হাজার টাকা পাঠান তার পরিবার। টাকা পেয়ে সন্ত্রাসী কথা দিয়েছিল খাগড়াছড়ি আলুটিলা এলাকায় রাসেল কে বুঝিয়ে দিবেন।
তার পরিবার সূত্রে জানা যায়, অপহরণের সংবাদ পেয়ে তাৎক্ষণিক খাগড়াছড়ি সদর থানায় জিডি করা হলেও দৃশ্যমান কোন অগ্রগতি ছিলনা। তিনদিন পরে তার পরিবারকে থানা থেকে জানানো হয় আট মাইল এলাকা সদর থানার আওতাভুক্ত নয়। আপনারা দীঘিনালা থানায় যোগাযোগ করেন। পরে দীঘিনালা থানায় আবার জিডি করা হয়। এখনো রাসেলকে উদ্ধার করা সম্ভব হয়নি।
সন্ত্রাসীদের কে একলক্ষ চল্লিশ হাজার টাকা পেমেন্ট করেও রাসেল কে ফেরত না পেয়ে তার পরিবার ও আত্মীয়-স্বজন শঙ্কিত।
সালাউদ্দিন/সাএ