ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র সভাপতিত্বে এবং জেলা পরিষদে নির্বাহী কর্মকর্তা টিটন খীসা’র সঞ্চালনায় পরিষদের মূখ্য নির্বাহী কর্মকতা সুমন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদ সদস্য কল্যান মিত্র বড়ুযা, শতরুপা চাকমা, জেলা প্রশাসন ও জেলা পুলিশের প্রতিনিধি, জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন।
আগামী ২রা ডিসেম্বর পার্বত্য শান্তিচুক্তি দিবস উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নানান অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। এর মধ্যে বর্ণাঢ্য র্যালি, ডিসপ্লে, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতাও রয়েছে।
সালাউদ্দিন/সাএ