Bangal Press
ঢাকাThursday , 16 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা পরিবারকে হত্যা চেষ্টার অভিযোগ 

ডেস্ক রিপোর্ট
November 16, 2023 4:05 am
Link Copied!

ঠাকুরগাঁওয়ে এক মুক্তিযোদ্ধা পরিবারকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আর এর এই ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের আরাজি পাহাড়ভাঙ্গা গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আলিমউদ্দীনের পরিবারকে একই এলাকার দবিরুলের পরিবার দীর্ঘদিন ধরে উচ্ছেদের ও ক্ষতি করার চেষ্টা করে আসছে। অবশেষে বুধবার বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে দবিরুল ও তার পরিবার মুক্তিযোদ্ধা আলিমউদ্দীনের বাড়ির সামনে গিয়ে তার স্ত্রী ও পরিবারের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে।
এসময় মুক্তিযোদ্ধা আলিমউদ্দীনের স্ত্রী বুলু বেগম ঘর থেকে বের হয়ে প্রতিবাদ করলে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এসময় বুলু বেগমকে হত্যার উদ্দেশ্যে দবিরুলের ছেলে রায়হান হাতে থাকা ছোড়া দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করে। বুলু বেগম জীবন বাঁচাতে সড়ে গেলে আঘাতটি তার ঠোঁটে লেগে রক্ত ঝড়তে থাকে। একপর্যায়ে বুলু বেগম অজ্ঞান হয়ে গেলে আসামীরা তার গলা চেপে ধরে। শ্বাশুড়ির এই অবস্থা দেখে বুলু বেগমের ছেলে বউ সাবিনা ইয়াসমিন ধাক্কা দিয়ে তাদের সরিয়ে দেয়। 
আসামীরা তাকেও হাতে থাকা লাঠিসোঁটা দিয়ে শরীরের বিভিন্ন অঙ্গে মারধর করে। তাদের আত্নচিৎকারে আসেপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে বুলু বেগমের ছেলে রাসেল ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এব্যাপারে বুলু বেগমের ছেলে রাসেল বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় তিনজনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির জানান,লিখিত অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।