বিএনপি ঘোষিত চলমান হরতাল অবরোধের সমর্থনে গাজীপুরের শ্রীপুরে মশাল মিছিল হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) রাতে শ্রীপুর পৌরসভার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আসপাডা মোড় থেকে ২ নং সিএন্ডবি পর্যন্ত মশাল মিছিল হয়।
মিছিলটিতে নেতৃত্ব দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর জেলার সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান টিটুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় মশাল মিছিল চলাকালে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।
পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিল কারীরা মশাল ও লাঠি ফেলে মহাসড়ক ত্যাগ করে। ঘটনাস্থলে পুলিশ এসে মহাসড়ক থেকে আগুন সরিয়ে মশাল ও লাঠি সরিয়ে দিলে তখন মাহাসড়কের যানচলাচল স্বাভাবিক হয়।
সালাউদ্দিন/সাএ