পঞ্চগড়ে প্রথম অনলাইনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাঈমুজ্জামান মুক্তা। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে পঞ্চগড় সমর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় নিজ বাসায় হাজারো নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।
পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাঈমুজ্জামান মুক্তা বলেন, “আওয়ামী লীগ গণতান্ত্রিক চেতনার রাজনৈতিক দল। তাই নির্বচন আমাদের একটি উৎসব। উৎসবের অন্যতম অংশ মনোনয়ন তোলা এবং জমা দেয়া। এই পক্রিয়ার উৎসবে হাজার হাজার কর্মী অংশ নিতে চায়!
এতো মানুষকে নিয়ে ঢাকা যাওয়া কষ্টসাধ্য। তাছাড়া আমি ডিজিটাল বাংলাদেশের একজন কর্মী তাই সকলকে নিয়ে পঞ্চগড থেকে অনলাইনে মনোনয়ন দাখিল করেছি।”
মনোনয়ন প্রত্যাশীরা সবাই ঢাকায় অবস্থান করে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। পরে তা পূরণ করে জমা দেবেন। আমি জাতীয় সংসদের ১ এবং পঞ্চগড়-১ আসন থেকে ৫০ হাজার টাকা নগদের মাধ্যমে জমা দিয়ে সর্ব প্রথম অনলাইনে মনোনয়ন পত্র জমা প্রদান করলাম। মুক্তা বলেন আমি গত ১০ বছর ধরে এই আসনের তিন উপজেলার ২৩টি ইউনিয়নে গনসংযোগ, জনসভা, কর্মীসভা, উঠোন বৈঠকসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছি। আশা করছি আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এই আসনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দিবেন। আমার সাথে আওয়ামীলীগসহ সাধারণ মানুষের যে সেতুবন্ধন তৈরী হয়েছে তাতে করে আমার বিশ্বাস মনোনয়ন পেলে নেত্রীকে আমি জাতীয় সংসদের এক নম্বর আসনটি উপহার দিতে পারবো।
এ সময় অন্যান্যে মাঝে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগ নেতা ও পঞ্চগড় পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল ইসলাম, অমরখানা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, পৌর যুবলীগের সভাপতি ও পৌর মেয়র হাসনাত মো. হামিদুর রহমান, কাউন্সিলর ইরান চৌধুরী প্রমূখ।
এদিকে শনিবার ভোরে জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলী এলাকায় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গৌ রাধা দয়াময় জিউ গৌড়ীয় মঠে বিশেষ প্রার্থনার আয়োজন করেন মঠের ভক্তবৃন্দরা। পরে প্রার্থনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
সালাউদ্দিন/সাএ