দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল প্রত্যাখানের দাবিতে রবি ও সোমবার হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে সিরাজগঞ্জে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা-নগরবাড়ি মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করা হয়। জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু ও স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুল্লাহ আল কায়েসের নেতৃত্বে এ মশাল মিছিল করা হয়। মিছিলে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকমীর্রা মশাল হাতে অংশগ্রহন করেন। মিছিলের নির্বাচন কমিশন ও আওয়ামীলীগ বিরোধী ও হরতালের সমর্থনে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।
এছাড়াও সদর উপজেলার হোসেনপুর, শিয়ালকোল, মিরপুর, শাহজাদপুরসহ জেলার বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছে।
সালাউদ্দিন/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।