ভোলার চরফ্যাশনে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন জাহানপুর ইউনিয়নের বাসিন্দা গৃহবধূ মোসাঃ তানজিলা। শুক্রবার (১৭ নভেম্বর) রাত ১১ টার দিকে চরফ্যাশন আধুনিক (প্রাইভেট) হাসপাতালের গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার হোসনে আরা এর তত্ত্বাবধানে নরমাল ডেলিভারির মাধ্যমে দুই ছেলে ও দুই কন্যাসন্তান প্রসব করেন তাসলিমা।
তিনি উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ শাহাবুদ্দিনের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সাড়ে ১০ টার দিকে পেইন নিয়ে হাসপাতালে ভর্তি হন তাসলিমা। পরে ৩০ মিনিটের মধ্যে নরমাল ডেলিভারির মাধ্যমে চার সন্তানের জন্ম দেন। বর্তমানে মা সুস্থ রয়েছে। তবে শিশুদের ওজন কম থাকায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চরফ্যাসন আধুনিক হাসপাতালের ম্যানেজার তিতুমীর মিয়াজী জানান, বাচ্চাদের ওজন কম রয়েছে। ভূমিষ্ট হওয়ার সময় স্বাভাবিক একটি শিশুর শরীরে যে ওজন থাকার কথা, তা কারো নেই। তাই চারটি শিশুকেই উন্নত চিকিৎসার জন্য তাদের পরিবারকে বলা হয়েছে।
এদিকে ঘর আলো করে চার সন্তান জন্ম নেওয়ায় তাদের স্বজনরা সবাই খুশি।
সালাউদ্দিন/সাএ