আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মহাজোটের শরিক দল হয়ে অংশগ্রহণ করতে চায় বিকল্প ধারা বাংলাদেশ। শনিবার (১৮ নভেম্বর) দলটির মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এক চিঠিতে নির্বাচন কমিশনকে (ইসি) বিষয়টি জানিয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে লেখা চিঠিতে তিনি বলেছেন, বিকল্পধারা বাংলাদেশ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে অংশগ্রহণ করবে। আমাদের নির্বাচনী প্রতীক হবে আমাদের দলীয় প্রতীক কূলা। একই সাথে পরবর্তীতে জোটের সিদ্ধান্ত অনুযায়ী জোটগত প্রতীকে নির্বাচন করতে আগ্রহী। বিষয়টি মনোনয়ণ প্রত্যাহারের শেষ তারিখ পর্যন্ত (১৭ই ডিসেম্বর ২০২৩) চুড়ান্তভাবে নিষ্পত্তি করা হবে।
সিইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিস্ম্বের, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।
আশরাফুল/সা.এ.