Bangal Press
ঢাকাSaturday , 18 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

গুপ্তধন ভেবে বোতল কাটতে গিয়ে হাসপাতালে ৪ জন!

ডেস্ক রিপোর্ট
November 18, 2023 6:47 pm
Link Copied!

রাশেদুল ইসলাম রাশেদ, গাইবান্ধা থেকে: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গুপ্তধনের লোভে বোতল সদৃশ বস্তু কাটতে গিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিস্ফোরণে একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (১৮ নভেম্বর) বিকালে তিস্তা নদীর চরে ভুট্টার জমি দেখতে যান আব্দুল হাকিম ভুট্টু। এ সময় তিস্তায় ভেসে আসা একটি বোতল পড়ে থাকতে দেখে সেটিকে বাড়ি নিয়ে আসেন। পরে সন্ধ্যার দিকে রেঞ্জ ও দা দিয়ে বোতলটি খোলার চেষ্টা করে তার ছেলে। দা দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গেই সেটি বিস্ফোরিত হয়।
এতে গুরুতর আহত হন ভুট্টু মিয়াসহ একই পরিবারের চারজন। আহতদের মধ্যে ভুট্টু মিয়ার হাঁটুর জয়েন্ট, বড় ছেলে ফারুক মিয়ার (২০) হাতের কবজি, ছোট ছেলে রিপন মিয়ার (১৭) একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়। আহত হয়েছেন ভুট্টুর স্ত্রী পারভিন (৩৩)।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি কে এম আজমিরুজ্জামান বলেন, কুড়িয়ে পাওয়া বস্তুটি গুপ্তধন ভেবেছিলেন আহতরা। বোতলটি দা দিয়ে কাটার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি অন্য কিছু নয়, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।