ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (১৮ নভেম্বর) সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, কয়েকজন মোটরসাইকেল আরোহী এসে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে পালিয়ে যায়।
এ ঘটনায় অল্পের জন্য বেঁচে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান খান তার ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে লিখেছেন, “এইমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসীরা তিনটি ককটেল বিস্ফোরন করেছে। তার একটি সরাসরি আমার পায়ের কাছে বিস্ফোরিত হয়েছে। বড় দুর্ঘটনার হাত রক্ষা পেয়েছি।”
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. লিটন কুমার সাহা বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে সিসি ফুটেজ চেক করে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করা হবে। তারপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সালাউদ্দিন/সাএ