Bangal Press
ঢাকাSunday , 19 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

আনুষ্ঠানিকভাবে সাকিবের নেতৃত্ব ছাড়া নিয়ে যা জানাল বিসিবি

ডেস্ক রিপোর্ট
November 19, 2023 5:34 am
Link Copied!

ব্যর্থ বিশ্বকাপ মিশনের পর বাংলাদেশ দলের চোখ এখন নিউজিল্যান্ড সিরিজের দিকে। সাকিব-লিটনকে ছাড়াই কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ লড়তে হবে টাইগারদের। বিশ্বকাপের আগে সাকিব বলেছিলেন, বিশ্বকাপের পর আর অধিনায়কের দায়িত্ব পালন করবেন না। আনুষ্ঠানিকভাবে সাকিবের নেতৃত্ব ছাড়া নিয়ে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
সাকিব আল হাসান ইনজুরিতে। তামিম ইকবাল নেই খেলার মধ্যে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সহ-অধিনায়ক লিটন দাসের দায়িত্ব নেয়ার কথা ছিল। তবে সদ্য কন্যা সন্তানের বাবা হওয়ায় বিসিবির কাছে ছুটি চেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। বোর্ডও ছুটি মঞ্জুর করেছে। লিটন না থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে টাইগারদের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত।
নিউজিল্যান্ড সিরিজের জন্য ইতোমধ্যে ১৫ সদস্যের দলও দিয়ে দিয়েছে বিসিবি। প্রথমবার ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। টেস্ট অভিষেকের অপেক্ষায় হাসান মাহমুদ ও শাহাদাত হোসেন দিপু। লিটনের জায়গায় সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান। দলে ফিরেছেন নাঈম হাসান।
বিশ্বকাপের আগে সাকিব বলেছিলেন, আসর শেষে আর অধিনায়ক থাকবেন না তিনি। জালাল ইউনুস জানিয়েছেন, বিশ্বকাপ শেষ হলেও সাকিব নেতৃত্ব ছাড়ার কথা বোর্ডকে আনুষ্ঠানিকভাবে জানাননি। তিনি বলেন, সাকিব এখনও অধিনায়কত্ব ছাড়ার কথা অফিশিয়ালি জানায়নি। আমি শুনি নাই। সে ইনজুরির মধ্যে আছে। আমি জানতে পারবো ২৮ নভেম্বরের পরে তার ফিটনেস নিয়ে। এজন্যই আমরা এখন কিছু বলছি না।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।