Bangal Press
ঢাকাSunday , 19 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে পিকআপে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগানো ঘটনায় গ্রেফতার ১

ডেস্ক রিপোর্ট
November 19, 2023 6:01 am
Link Copied!

পিকআপে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগানো ঘটনায় জামালপুর পূর্ববাজার এলাকায় অভিযান চালিয়ে রোববার (১৯ নভেম্বর) রাত ২ টার সময় মাসুদ রানা নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, গ্রেফতারকৃত মাসুদ রানা (৪৫) সদর উপজেলার পূর্ব রুকিন্দিপুর গ্রামের রেজাউল করিমের ছেলে। শনিবার রাত সাড়ে ৯ টার সময় সদর উপজেলার চকদাদরা ফকিরপাড়া গ্রামস্থ খাড়ী ব্রিজের পশ্চিম পার্শ্বে সড়কে বগুড়া হতে জয়পুরহাট গামী  পিকআপে (নং বগুড়া—নম্বর—১১—১২৬৫) পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগায় ৮/১০ জনের একদল দুবৃর্ত্ত। মাসুদ রানা এ ঘটনায় দায়ের করা বিষ্ফোরক মামলার এজাহার নামীয় আসামী।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জয়পুরহাট সদর উপজেলার জামালপুর পূর্ববাজার এলাকায় কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। র‌্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন—শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বলেও জানায় র‌্যাব।
র‌্যাব জানায়, বগুড়া থেকে পিকআপ টি জয়পুরহাটের দিকে আসছিল। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে চকদাদরা ফকিরপাড়া গ্রমস্থ খাড়ী ব্রিজের পশ্চিম পার্শ্বে সড়কে পিকআপের গতিরোধ করে ৮/১০ জনের একদল দুর্বৃত্ত পিকআপে ইটপাটকেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়। সংবাদ পাওয়ার সাথে তাৎক্ষণিক র‌্যাবের টহল দল ঘটনাস্থালে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করে। এ ঘটনায় জয়পুরহাট থানায় বিষ্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। র‌্যাব—৫, জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশন টিম উক্ত ঘটনার পর থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার এজাহার নামীয় আসামী মাসুদ রানাকে জয়পুরহাট সদর উপজেলার জামালপুর পূর্ব বাজার এলাকা থেকে গ্রেফতার করে।
উল্লেখ্য, এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে বলেও জানায় র‌্যাব। গ্রেফতারকৃত আসামী কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।