কমনওয়েলথের গভারন্যন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের ইলেকটোরাল সাপোর্ট উপেদষ্টা এবং প্রধান লিনফোর্ড এন্ড্রুস বলেছেন,আমরা মূলত নির্বাচনি প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। ২২ নভেম্বর চলে যাবো। তার আগে অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করবো। রবিবার ( ১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের(ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রি ইলেকশন এসেসমেন্ট মিশনের অংশ হিসেবে আমরা এসেছি। যে কোনো সদস্যদেশেই কমনওয়েলথ ভোট পর্যবেক্ষক পাঠানোর আগে প্রাক নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন প্রতিনিধি পাঠায়। ইসিসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আমরা সাক্ষাৎ করবো। এখানে এসেছি বর্তমান পরিবেশে নির্বাচনি প্রস্তুতি জানতে। কমনওয়েলথ পর্যবেক্ষক পাঠালে কতটুকু সহায়তা দিতে পারবে, তা নিয়েও ভালো আলোচনা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য নির্বাচন কমিশনারকে।
আমরা মূলত নির্বাচনি প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। ২২ নভেম্বর চলে যাবো। তার আগে অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করবো।কমনওয়েলথের মহাসচিবকে পরবর্তী করণীয় নিয়ে আমাদের সুপারিশগুলো জানাবো।
বর্তমানে পরিস্থিতি নিয়ে কোনো পরামর্শ দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা গতকাল বাংলাদেশে এসেছি। এটা আমাদের প্রথম বৈঠক ছিল। কাজেই এখনই মতামতটা দেওয়াটা ঠিক হবে না।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের সঙ্গে উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কমনওয়েলথের প্রাক নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষক দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন গভারন্যন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের ইলেকটোরাল সাপোর্ট উপেদষ্টা এবং প্রধান লিনফোর্ড এন্ড্রুস, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার সার্থক রয়, রাজনৈতিক উপদেষ্টা লিন্ডউই মালেলেকা, নির্বাহী কর্মকর্তা ঝিপি ওজাগো
বাঁধন/সিইচা/সাএ