Bangal Press
ঢাকাSunday , 19 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈদিক দলকে কন্ট্রোল করার দায়িত্ব আমাদের না : ইসি আলমগীর 

ডেস্ক রিপোর্ট
November 19, 2023 9:58 am
Link Copied!

নির্বাচন কমিশনার মো.আলমগীর বলেছেন,বিএনপি যদি বলে আমরা নির্বাচন করবো আমাদের সহায়তা করেন তাহলে অবশ্যই করবো।তবে রাজনৈদিক দলকে কন্ট্রোল করার দায়িত্ব আমাদের না। রবিবার(১৯ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 
তিনি আরও বলেন, বিএনপি যদি বলে আমরা নির্বাচন করবো আমাদের সহায়তা করেন তাহলে অবশ্যই করবো।তবে রাজনৈদিক দলকে কন্ট্রোল করার দায়িত্ব আমাদের না। যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্য যতরকম চেষ্টা করা তা করা হবে। যারা নির্বাচনে আসবে না তাদের ব্যাপারে আমাদের কিছু করার নাই।
প্রশাসন প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, পুলিশ প্রশাসনে অভিযোগ আসলে এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে। তবে অভিযোগ সুনির্দিষ্ট হতে হবে এবং তথ্যবহল হতে হবে।
কয়েকটি দল বলছে ভোটে পরিবশ নেই? এই প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন,  চিরকাল সরকারী দল বিরোধী দলের উপর অভিযোগ করে। আবার বিরোধী দলও সরকারী দলের উপর অভিযোগ করে। আমি ১৯৭০ সাল থেকেই এটা দেখে আসছি।
সিইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিস্ম্বের, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রবিবার)।



বাঁধন/সিইচা/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।