Bangal Press
ঢাকাSunday , 19 November 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজ আরো ১৪ জেলে উদ্ধার

ডেস্ক রিপোর্ট
November 19, 2023 7:40 am
Link Copied!

ইলিশ ধরতে সাগরে যাওয়ায় গত (১৭ নভেম্বর) বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় থাকা গভীর নিম্নচাপের প্রভাবে সাগর উত্তল থাকায়, এফবি তামান্না নামের একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটে। ট্রলারডুবিতে নিখোঁজ ১৪ জেলেকে উদ্ধার করা হয়েছে।
বরগুনার পাথরঘাটা থেকে যাওয়া ওই জেলেদের শনিবার সকালে উদ্ধার করে চট্টগ্রামের একটি মাছ ধরার ট্রলার। ধুবলারচর এলাকা থেকে কিছুটা দূরে ভাসতে থাকা অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
ট্রলারের মাঝি হাবিবুর রহমান বিডি২৪লাইভকে বলেন, গত (১৪ নভেম্বর) মঙ্গলবার  মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায় ট্রলার সহ ১৪ জন জেলে। হঠাৎ শুক্রবার সন্ধায় ঘূর্নিঝড় মিধিলির প্রভাবে ট্রলার ডুবে যায়। পরে শনিবার সকালে তাদের উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, তলা ফেটে শুক্রবার রাতে সাগরমোহনায় ডুবে যায় ট্রলারটি। পরে ১৪ জেলে উল্টে যাওয়া ট্রলার ধরে প্রথমে ভাসতে থাকেন। একপর্যায়ে নৌযানটি ডুবে গেলে জেলেরা ট্রলারে রাখা জাল ভাসানোর বাতাসভর্তি ড্রাম নিজেদের শরীরে বেঁধে নেন। ভাসতে ভাসতে তারা ধুবলারচর এর কাছাকাছি আসার পর তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেরা হলেন- নাসির(২৪),সোহাগ(২৬), আব্দুর রহমান,(৩৪),রহিম(২০),হাসিব(২০),মোসারেফ(৫০),ইউসুফ (৪০),জয়নাল(২২),জাফর সরদার(৫০), রাজু(২০),রাহাত(১৫),জামাল(৪০),মিজানুর রহমান(৩০) তাদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটায়।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এফবি তামান্না ট্রলার ডুবে যাওয়া জেলেরা আজ সকালে বাড়িতে ফিরে এসেছে। আমরা তাদের সাথে কথা বলেছি,এছাড়াও এখনো ২টি ট্রলার সহ ২৫ জেলে নিখোঁজ রয়েছে। আমরা তাদের খোঁজখবর নিচ্ছি।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।