ফরিদপুরে চাঞ্চল্যকর তুরাগ হত্যা মামলার ৩ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৯ নভেম্বর) বেলা বারোটায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ শাহজাহান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিলসহ ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় পুলিশ সুপার জানান, গত ১১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টায় অম্বিকাপুর ইউনিয়নের ধুলদি গোবিন্দপুর গ্রামের জনৈক জামাল মোল্লা এর মেহগনি ও কলা বাগান থেকে একটি লাশ উদ্ধার করেন কোতয়ালী থানা পুলিশ। এ ঘটনায় তুরাগ এর পিতা মোঃ আলাউদ্দিন হাওলাদার (৬৭) কোতয়ালী থানায় মামলা দায়ের করলে কোতয়ালী থানা পুলিশের একটি টিম তদন্ত শুরু করেন। এরই ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর মোঃ আব্বাস জমাদ্দার(৩৫), মোঃ টিপু খা কে গ্রেফতার করে পুলিশ এবং ১৮ নভেম্বর রাতে আসামী মোঃ জুয়েল শেখ (৩৮) কে গ্রেফতার করে তার দেওয়া তথ্য মতে ১৯ নভেম্বর রাত দেড়টার দিকে মোঃ রাজন ওরফে কালা রাজন(২৬), মোঃ সাজন (২৪), শাহিন শেখ(৩৭) কে গ্রেফতার করে পুলিশ।
শাকিল/সাএ