ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুর্যোগ প্রস্তুতি বিষয়ক ‘Mapping Emergency Response and Evacuations Routes for University of Dhaka to Promote Disaster Preparedness and Support Post-Disaster Response Activities’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
এসময় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ভূমিকম্প, অগ্নিকান্ডসহ বিভিন্ন দুর্যোগে জরুরি স্বাস্থ্য সেবা প্রদানের জন্য আবাসিক-ভবন সংলগ্ন খোলা জায়গাসমূহের সুষ্ঠু ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করে বলেন, এ ব্যাপারে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলে পরিবেশ ক্লাব গঠনের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি প্রশমন সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
উপাচার্য ওপেন স্ট্রিট ম্যাপ শীর্ষক গবেষণা প্রকল্প পরিচালনার জন্য গবেষকদের ধন্যবাদ জানান। গবেষণার এই ফলাফল দুর্যোগ ঝুঁকি প্রশমনে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল ড. এ কে এম আমিনুল হক এবং নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ড. খুরশীদ জাবিন হোসেন তৌফিক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। Open Street Map (ওএসএম) শীর্ষক গবেষণা প্রবন্ধের ফলাফল উপস্থাপন করেন এসএলএসআই চ্যাম্পিয়ন টিমের দলনেতা ঐশিয়া ফাইরুজ ঐশি, সদস্য আজকা তৌহিদা দৈবি, নুসরাত জাহান নীলিমা এবং ফায়জা ওহি।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ এবং She Leads & She Inspires (এসএলএসআই) চ্যাম্পিয়ন টিম বাংলাদেশের যৌথ উদ্যোগে ওই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
শাকিল/সাএ