ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল চুরির ৮ ঘন্টার মধ্যেই চোর সহ মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। আটককৃত ঐ ব্যক্তি উপজেলার পশ্চিম হাসামদিয়া এলাকার মৃত মোস্তফা ফকিরের পুত্র মো. রানা ফকির (২৩)। রবিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার সময় এক প্রেস ব্রিফিং-এ এসব তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.জিয়ারুল ইসলাম
পুলিশ সূত্রে জানাযায়, গত ১৫ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৮ টার সময় ভাঙ্গা কোর্টপাড় জামাল ডিলারের অফিসের সামনে থেকে হিরো কোম্পানির ভেসপা মোটরসাইকেল চুরি হয়। এই ঘটনায় মোটরসাইকেলের মালিক মো. শাওন বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি ইজাহার দায়ের করে। পরবর্তীতে ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. খালিদ হোসেন সিসিটিভ ফুটেজ পর্যালোচনা করে মাত্র ৮ ঘন্টার মধ্যেই চরি হওয়া মোটরসাইকেল সহ চোর কে আটক করেন।
এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.জিয়ারুল ইসলাম বলেন, মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়ার মাত্র ৮ ঘন্টার মধ্যেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আমরা মোটরসাইকেল সহ চোর কে আটক করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. রানা চুরির বিষয়টি স্বীকার করেছেন। এই ঘটনায় চুরি যাওয়া মোটরসাইকেল ও মো. রানা কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাকিল/সাএ