Bangal Press
ঢাকাSunday , 19 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের চাপে তামান্না!

ডেস্ক রিপোর্ট
November 19, 2023 10:09 am
Link Copied!

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়ার বিয়ে নিয়ে বেশ চিন্তিত তার পরিবার। বয়স ৩৪ বছর হলেও এখনও বিয়ের পিঁড়িতে বসেননি এই নায়িকা। পরিবার থেকে তাকে বিয়ের চাপ দেওয়া হচ্ছে। অন্যদিকে তামান্না চেয়েছিলেন বয়স ৩০ বছর পেরোলেই বিয়ে করে দুই সন্তান নিয়ে সংসারি হবেন। কিন্তু তা হয়নি।
তামান্নার পরিবার নায়িকার বিয়ে নিয়ে আর দেরি করতে চাইছে না। শিগগিরই পছন্দের পাত্রের কাছে নিজেদের মেয়েকে তুলে দিতে চান তারা। অবশ্য তামান্নার জন্য বিয়ের পাত্রও প্রস্তুত। দীর্ঘদিন ধরেই অভিনেতা বিজয় বর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন এই অভিনেত্রী। তাকেই বিয়ে করতে পারেন তামান্না। এই শীতেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন দুজন। ইতোমধ্যেই দুই তারকার পরিবারে বিয়ের আলাপ চলছে বলে জানা গেছে।
কিছু দিন আগে এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়ে তামান্না বলেছিলেন, বিয়ে একটা বড় দায়িত্ব। তাই তখনই সম্মতি দেওয়া উচিত, যখন সে দায়িত্ব নেওয়ার জন্য সম্পূর্ণ তৈরি থাকবে।
প্রসঙ্গত, তামান্না আরও বলেন, খুব ছোট বয়স থেকে কাজ শুরু করি। ইন্ডাস্ট্রিতে চিত্রনায়িকারা সর্বোচ্চ ১০ বছরের ক্যারিয়ার গড়তেন। আমিও নিজের বিষয়ে এমনই চেয়েছিলাম। ৩০ বছর পর্যন্ত কাজ করে বিয়ে করে সন্তান নিয়ে সংসার করব ভেবেছিলাম। কিন্তু আমার ত্রিশেই যেন পুনর্জন্ম হলো’।



আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।