নড়াইলের লোহাগড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) রাতে লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামের মো:গফরান শেখের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বসত ঘরে থাকা ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্রসহ লক্ষাধীক টাকার মালামাল সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে।
ভুক্তভোগী পরিবার ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, উপজেলার জয়পুর গ্রামে শনিবার রাতে মো:গফরান শেখের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। প্রতিবেশিরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বসতঘরটি পুড়ে যায়। এ ঘটনায় প্রায় লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার।
লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো:সোহাগউজ্জামান বলেন, আমরা খবর পেয়ে অগ্নিকাণ্ড স্থলে পৌছে ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি।
সালাউদ্দিন/সাএ