Bangal Press
ঢাকাSunday , 19 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

জুড়ীতে পরিবহন শ্রমিকদের দুগ্রুপের সংঘর্ষ: সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট
November 19, 2023 4:40 pm
Link Copied!

মৌলভীবাজার জেলার জুড়ীতে সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিকদের দু-গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় ২জন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি রোবরার (১৯ নভেম্বর) দুপুরে জুড়ী মসজিদ মার্কেট সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের সম্মুখে ঘটেছে। 
জানা গেছে, জুড়ী মসজিদ মার্কেট সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের নির্বাচনী বিষয় নিয়ে শ্রমিকদের দু গ্রুপের মধ্যে বিরোধের জেরধরে  শ্রমিকদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ২জন শ্রমিক আহত হয়। আহতরা হলেন টুনু মিয়া (৩৫) ও রাজু মিয়া (৩০)। পরে আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে প্রেরণ করা হয়। 
প্রত্যক্ষদর্শীরা জানান, জুড়ী মসজিদ মার্কেট সংলগ্ন সিএনজি স্ট্যান্ড শ্রমিকদের দুগ্রুপের সংঘর্ষে জুড়ী টু লাঠিটিলা প্রধান সড়কটি প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে শ্রমিকরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শ্রমিকদের শান্তনা দিলে, শ্রমিকরা সড়ক থেকে অবরোধ তুলে নেয়। 
জুড়ী উপজেলা সিএনজি স্ট্যান্ড সভাপতি ফয়জুল ইসলাম কালা বলেন, নামধারী ৫/৭ জন শ্রমিকের কারণে আজকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরা একাধিক বার সন্ত্রাসী কায়দায় শ্রমিক হয়েও শ্রমিকদের উপর হামলা চালায়। শ্রমিকরা সড়ক অবরোধ করলে, জুড়ী থানা পুলিশ সরেজমিনে অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন। এতে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। যদি আসামিদের আইনের আওতায় না আনা হয় তাহলে  কর্মবিরতি ও সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে আমরা পিছপা হব না। 
এ বিষয়ে জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন  বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল। আমরা তাদেরকে বলছি, থানা এসে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।