Bangal Press
ঢাকাSunday , 19 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রী সুমিকে খাটের নিচে রেখে পালিয়েছে স্বামী রুপন

ডেস্ক রিপোর্ট
November 19, 2023 3:15 pm
Link Copied!

নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর এলাকায় সুমি আক্তার (২২) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে ওই নারীর স্বামী রুপন আহাম্মেদ পলাতক রয়েছেন। রবিবার (১৯ নভেম্বর) দুপুরে ঘোড়াশাল মিয়া গ্রামের মৃত আবুল হোসেনের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সেখানে তারা ভাড়া বাসায় বসবাস করতো।
নিহত সুমি আক্তার মিয়া পাড়া গ্রামের ফজলুর রহমানের মেয়ে। অন্যদিকে অভিযুক্ত রুপন আহাম্মেদ একই গ্রামের রহিম মিয়ার ছেলে। স্ত্রী সুমিকে খাটের নিচে রেখে পালিয়েছে স্বামী রুপন। 
পুলিশ ও নিহতের পরিবার জানায়, সুমি আক্তার গত দুই বছর ধরে প্রবাসে চাকরি করে আসছে। গত দেড় মাস আগে ছুটিতে বাড়িতে আসলে তার স্বামী রুপনের সঙ্গে টাকা পয়সা নিয়ে বিভিন্ন সময় ঝগড়া বিবাদ লেগে থাকতো। শনিবার রাতের কোন এক সময় ঝগড়ার একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করে সুমির মরদেহ খাটের নিচে রেখে পালিয়ে যায় স্বামী। রোববার সকালে পরিবারের লোকজন সুমি আক্তারের কোন সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে খাটের নিচে মরদেহটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের খাটের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে।
পলাশ থানার ওসি ইকতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুপন আহাম্মেদ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 



আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।