Bangal Press
ঢাকাSunday , 19 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে ছাত্রলীগের নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ডেস্ক রিপোর্ট
November 19, 2023 4:40 pm
Link Copied!

গাজীপুরের কালিয়াকৈর এক পৌর ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ থানায় হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উড়াল সেতুর নিচে ফুটপাতে ভাতের দোকানে চাঁদা দাবি ও ভাঙচুর করায় পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের ক্রিয়া বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় এ অভিযোগ দায়ের করেছেন আব্দুল হাকিম নামের এক হোটেল ব্যবসায়ী। 
অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের ক্রিয়া বিষয়ক সম্পাদক সিফাত, শহীদ রাকিব, বাদশা , শফিকুল সহ ১০-১৫ জন অজ্ঞাত ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে রবিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হাইটেক পার্ক সংলগ্ন ফ্লাইভারের নিচে হোটেল ব্যবসায়ীদের নিকট থেকে ১০০ টাকা করে দৈনিক চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা ব্যবসায়ীরা দিতে ব্যর্থ হওয়ায় সিফাতসহ তার দলবল নিয়ে হোটেল ভাঙচুর করে। হোটেলে থাকা মাছ মাংস ভাত সহ বিভিন্ন খাবার মাটিতে ফেলে দিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। 
এ ব্যাপারে কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সভাপতি ইমন এর সাথে কথা বললে তিনি জানান যদি কারো বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ থাকে তাহলে সাংগঠনিক ভাবে আমরা ব্যবস্থা নেব।
কালিয়াকৈর থানার নারী এসআই যমুনা আক্তার অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, খাড়াজোড়া এলাকা থেকে মারামারির ঘটনা একটি অভিযোগ হয়েছে।



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।