দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে ‘একতরফা ও অবৈধ’ ঘোষণা দিয়ে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের শেষ চলছে। তবে বিগত দিনের তুলনায় রাজধানীতে যান চলাচল বেড়েছে। তবে এদিন সকালেও চলেনি দূরপাল্লার বাস। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও র্যাবের পাশাপাশি দেশজুড়ে বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ সোমবার (২০ নভেম্বর) হরতালের শেষ দিনে রাজধানীতে এমন চিত্র দেখা যায়।
বাস কাউন্টারগুলোতে কথা বলে জানা গেছে, হরতালের কারণে মানুষের ভেতরে যে ভয় বা আতঙ্ক সে কারণেই আসলে যাত্রী উপস্থিতি কম। একেবারে জরুরি প্রয়োজন না হলে কেউ দূরের গন্তব্যের জন্য কাউন্টারে আসছেন না।
এর আগে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা ছাড়তে এবং নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন করার দাবিতে গত বুধবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধের ডাক দেয় বিএনপিসহ সমমনা দল ও জোট। সেটি ছিল বিরোধীদলগুলোর অবরোধ কর্মসূচির পঞ্চম পর্যায়।