Bangal Press
ঢাকাMonday , 20 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

প্রয়াত সুরঞ্জিতের আসনে আ,লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আইজিপির ছোট ভাই

ডেস্ক রিপোর্ট
November 20, 2023 3:35 am
Link Copied!

ভোটের রাজনীতিতে প্রয়াত সুরঞ্জিতের আসন হিসেবেই পরিচিত সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আ,লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ছোট ভাই আবদুল্লাহ আল মাহমুদ(আল আমিন চৌধুরী)। তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক ও সদ্য পদত্যাগকৃত শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আ,লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে সুনামগঞ্জ জেলা আ,লীগের কার্যকরী কমিটির সদস্য জাহাঙ্গীর চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় দিরাই ও শাল্লা উপজেলা আ,লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর পূর্বে রোববার সকালে স্বেচ্ছায় পদত্যাগ করতে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। এরপর পদত্যাগ পত্র গ্রহণ করে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ড. মাসুরা বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করে পদটি শূণ্য ঘোষণা করা হয়।
এদিকে,দিরাই শাল্লা আসন থেকে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত সাত বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৭সালে সুরঞ্জিত সেন মারা গেলে তার স্ত্রী জয়া সেনগুপ্ত ঐ বছরে অনুষ্ঠিত উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮সালের নির্বাচনে জয়া সেন দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।
অন্যদিকে,শাল্লা উপজেলা আ,লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন এ আসনে মনোনয়ন প্রত্যাশী আল-আমিন চৌধুরীর বাবা আব্দুল মান্নান চৌধুরী ছিলেন। এছাড়া সুনামগঞ্জ মহকুমা আ,লীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন।
আল আমিন চৌধুরী বলেন, আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২(দিরাই-শাল্লা)আসনে নৌকার মনোনয়ন পেতে নির্বাচনে অংশগ্রহণের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি। আমার বাবা শাল্লা উপজেলা আ,লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। আ,লীগ আমাদের রক্তের সাথে মিশে আছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দলীয় মনোনয়ন দিলে হাওর জনপদ দিরাই-শাল্লাকে স্মার্ট জনপদে রুপান্তরিত করব।
দিরাই শাল্লার প্রতিটি এলাকায় বিগত ৪ বছর ধরে আ,লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে মিছিল-সমাবেশ ও গণসংযোগ করেছি। 
তিনি আরও বলেন, আমার বিশ্বাস দল আমাকে মূল্যায়ন করবে। এছাড়াও এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, যুক্তরাজ্য জাতীয় শ্রমিকলীগের সভাপতি ড. সামছুল ইসলাম, দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এড. রিপা সিনহাসহ একাধিক মনোনয়ন প্রত্যাশী।



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।