Bangal Press
ঢাকাSunday , 19 November 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

৩০০ আসনে এককভাবে প্রার্থী দিতে প্রস্তুত জাতীয় পার্টি: চুন্নু

ডেস্ক রিপোর্ট
November 19, 2023 3:20 pm
Link Copied!

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, “সঠিকভাবেই যদি নির্বাচন হয় তবে আমরা এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দিতে চাই। আমরা এবার কোনও জোট, মহাজোট করতে চাই না। আমরা একটি আসন না পেলেও কোনও সমস্যা নেই। যে দল বেশি আসন পাবে সেই দল সরকার গঠন করবে।” তিনি আরও বলেন, “নির্বাচনে যাবো কিন্তু এখনও সিদ্ধান্তে আসতে পারিনি। তবে আমাদের সকল প্রস্তুতি নেওয়া আছে।”
রবিবার (১৯ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। মুজিবুল হক চুন্নু বলেন, “বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল জাতীয় পার্টি থেকে বার বার বলা হয়েছে নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের জন্য। মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এমন একটি আস্থা যদি মানুষের না থাকে তাহলে নির্বাচনে কিভাবে যাবো?”
তিনি বলেন, “সরকার পদত্যাগ করে চলে যাক এটাও চাই না, আবার সরকারকে বাধ্য করবো এটাও চাই না। আমরা একটি মাঝামাঝি পথ চাই যে সংবিধানের আলোকে একটি ওয়ে বের করে যাতে সবাই নির্বাচনে আসে। একটি পরিবেশ দরকার নির্বাচনের, সেই পরিবেশটি এখনও হয়নি।”
“নির্বাচনে যাওয়ার সকল প্রস্তুতি আছে আমাদের। দলীয় ইশতেহার, প্রার্থী তালিকা, নমিনেশন পেপার ছাপানো ইত্যাদি যে সমস্ত কাজ সব আমরা সম্পন্ন করেছি। এখন আমরা দ্বিধায় আছি যে নির্বাচনে যাওয়া ঠিক হবে কি-না। এখনও আমরা এ দ্বিধা, সংশয় থেকে বের হয়ে আসতে পারিনি। যার জন্য আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছি। দেখা যাক খুব শীঘ্রই কোনও সিদ্ধান্তে যেতে পারি কিনা। আমরা আসলে জনগণের দাবিটাকে প্রাধান্য দিচ্ছি।”
এর আগে আজ দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।  আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।