Bangal Press
ঢাকাMonday , 20 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়েরও

ডেস্ক রিপোর্ট
November 20, 2023 2:57 am
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে একটি মাছের প্রজেক্টের পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) উপজেলার বরমী ইউনিয়নের টান ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুই ভাইয়ের মৃত্যুতে ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বরমী ইউনিয়ন পরিষদের সদস্য মারুফ হোসেন মুক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো- ভিটিপাড়া গ্রামের আল-আমিনের ছেলে তামীম আহম্মেদ (৭) এবং তার ছোট ভাই ইসমাইল হোসেন ইউসুফ (৫)। তারা প্রায় দেড় মাস আগে দাদার বাড়িতে বেড়াতে আসে।
শিশুদের মা ফাতেমা আক্তার জানান, দুই শিশু ছেলেকে নিয়ে স্বামীর সঙ্গে শ্রীপুরের রাজেন্দ্রপুর ভাড়া বাসায় বসবাস করেন। সে স্থানীয় এনএজেড পোশাক কারাখানায় অপারেটর পদে চাকরি করেন। তার স্বামী রাজেন্দ্রপুর এলাকায় রাজমিস্ত্রীর কাজ করেন। প্রায় দেড় মাস আগে তাদের দুই শিশু ছেলে রাজেন্দ্রপুর থেকে বরমী ইউনিয়নের টান ভিটিপাড়া গ্রামে দাদা-দাদির কাছে বেড়াতে আসে। রোববার দুপুরে তাদের দাদি পাশের বাড়িতে যায়। এ সময় তারা দুই ভাই বাড়ির বাহিরে খেলতে বের হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পাশের বাড়ির আসমা আক্তার স্থানীয় কিবরিয়ার মাছের প্রজেক্টের পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় পানিতে মাথার চুল ভাসতে দেখে চিৎকার শুরু করে। তার চিৎকারে আশাপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাদের দুই ভাইকে উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, ধারনা করা হচ্ছে- ছোট ভাই ইসমাইল হোসেন ইউসুফ মাছের প্রজেক্টের পাশ দিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে গেলে বড় ভাই তামীম আহম্মেদ তাকে উদ্ধার করতে যায়। এ সময় দুই ভাই পানিতে ডুবে মারা যায়। প্রজেক্টের পাশ দিয়ে চলাচলের রাস্তা অরক্ষিত অবস্থায় থাকায় স্থানীয় শিশুরা সবসময় ঝুঁকির মধ্যে চলাফেরা করে। ২০২২ সালের এই দিনে ৫০ বছর বয়সী এক নারী কিবরিয়ার ওই প্রজেক্টের পানিতে পড়ে গিয়ে মারা যান।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্ত্যবরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, আজ দুপুর দেড়টার দিকে ওই দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।



আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।