Bangal Press
ঢাকাMonday , 20 November 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হলেন হাভিয়ের মিলেই

ডেস্ক রিপোর্ট
November 20, 2023 4:20 am
Link Copied!

আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডানপন্থী উদারবাদী রাজনীতিবিদ হাভিয়ের মিলেই। স্থানীয় সময় গতকাল রোববার তাঁকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। 
নির্বাচনে জয়ের পর জাভিয়ের মিলেই-কে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘মেক আর্জেন্টিনা, গ্রেট এগেইন!’।
এমন এক সময় আর্জেন্টিনার এই নির্বাচন হলো, যখন ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সংকট নিয়ে জনমনে চরম শঙ্কা বিরাজ করছে। অস্থায়ী ফলাফলে দেখা গেছে, প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। যার মধ্যে মিলেই পেয়েছেন ৫৬ শতাংশ ভোট। আর নিকটবর্তী মেসা পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।
ফল ঘোষণার পর বুয়েনস আইরেসে নিজ সমর্থকদের উদ্দেশে এক বিজয়ী ভাষণে মিলেই বলেছেন, আজ থেকে আর্জেন্টিনার পুনর্গঠন শুরু, আর আর্জেন্টিনার পতনের সমাপ্তি শুরু হলো। পতনের মডেল শেষ হয়ে গেছে, যা ফিরে আসার কোনো পথ নেই।
তিনি বলেন, আর্জেন্টিনা বিশ্বে তার জায়গায় ফিরে আসবে, যা কখনো হারানো উচিত নয়। আমরা মুক্ত বিশ্বের সব জাতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে যাচ্ছি, একটি উন্নত বিশ্ব গড়তে সাহায্য করতে যাচ্ছি।
নির্বাচনের আগে মিলেই দেশের অর্থনৈতিক পরিস্থিতি উন্নতিকল্পে বেশ কিছু পরিকল্পনা প্রকাশ করেছিলেন। তিনি অর্থনৈতিক শক থেরাপির প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে—কেন্দ্রীয় ব্যাংক বন্ধ করে দেওয়া, মুদ্রা হিসেবে পেসোকে বাতিল বা সংস্কার করা এবং সরকারি ব্যয় কমানো। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।