গাজীপুর মহানগরের পুবাইলে আনোয়ান সিমেন্টের মালিকানাধীন একটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরীর পুবাইল থানার ভান্ডারিয়া বাজারের পাশে ভোগড়া-উলুখোলা বাইপাস সড়ক ধরে একটি ট্রাক উলুখোলার দিকে যাচ্ছিল। এ সময় ৮ থেকে ১০ জন দুষ্কৃতিকারীরা ট্রাকটি লক্ষ্য করে পেট্রল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। পরে তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপর স্থানীয়দের সহায়তায় চালক ট্রাকের আগুন নিভিয়ে ফেলেন।
গাজীপুর মহানগর পুলিশের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, কে বা কারা ট্রাকে আগুন দিয়েছে।। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শাকিল/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।