গাজীপুর মহানগরীর পালের মাঠ এলাকায় দাঁড়িয়ে থাকা দূরপাল্লার একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে আয়ের একমাত্র উৎস হারিয়ে বাসের চালক ও মালিক দেলোয়ার হোসেন জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে একটি হাসপাতালে নিয়ে যায়। এক পর্যায়ে স্থানীয়রা বাসের আগুন নেভায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহের কোতোয়ালি থানা এলাকায় দেলোয়ার হোসেনের বাড়ি। তিনি পরিবার নিয়ে শহীদ বরকত সরণি এলাকায় বাসা ভাড়া থাকেন। ব্যাংক ঋণ নিয়ে তিনি একটি বাস কেনেন। নিজেই বাসটির চালক ছিলেন। তার আয়ের একমাত্র উৎস এ বাস। ঢাকা-শেরপুর রুটে চলে তার ওই বাসটি। প্রতিদিনের মতো তার বাসটি বাসার কাছে পুকুর পাড়ে দাঁড় করিয়ে দেলোয়ার হোসেন বাসায় যান। দুপুরে দুর্বৃত্তরা তার বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তিনি বাসের কাছে ছুটে এসে বাসটি পুড়তে দেখে।
দেলুর চাচাতো ভাই সাগর হোসেন জানান, দেলু তার শেষ সম্বল ৭ কাঠা জমি বিক্রি করে ২৮ লাখ টাকায় কিস্তিতে গাড়িটি ক্রয় করেছেন। এজন্য প্রতি মাসে তাকে ৬২ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হয়। কিন্তু গাড়িতে অগ্নিকান্ডের খবর শুনে বাসা থেকে গাড়ির কাছে গিয়ে বাসটি পুড়ে যাওয়ার দৃশ্য দেখে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে এলাকাবাসী স্থানীয় হাসপাতালে নিয়ে গে্লে তিনি সুস্থ হন। এখন দেলু কিভাবে বাসের কিস্তির টাকা পরিশোধ করবে এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
গতকাল রোববার (১৯ নভেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে।