Bangal Press
ঢাকাMonday , 20 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজ ২৫ জেলে ও উদ্ধার হওয়া পরিবারকে সহায়তা

ডেস্ক রিপোর্ট
November 20, 2023 9:31 am
Link Copied!

বঙ্গোপসাগর সংলগ্ন উপূকলে ঝড়ে নিখোঁজ ২৫ জেলে ও ফিরে আসা জেলে পরিবারকে আজ সোমবার অনুদান সহায়তা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ জেলেদের প্রত্যেক পরিবারকে নগদ ৪ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়াও ডুবে যাওয়া ট্রলার থেকে ফিরে আসা জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরন করা হয়। আজ (২০ নভেম্বর) সোমবার সকাল ১১ টায় পাথরঘাটা উপজেলা পরিষদের হল রুমে বসে এই সহোযোগিতায় করা হয়।
এ সময়ে উপস্থিত পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ্জামান খান এ সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পাথরঘাটা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি শাহ আলম, উপজেলা সাস্থ্য ও প.প কর্মকর্তা মাসুদ রানা, কোস্টগার্ড দক্ষিণ জোনের, চিফ ডিউটি অফিসার ফিরোজ জামান ও জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ও সাংবাদিকবৃন্দরা।
এসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ্জামান খান বলেন, নিখোঁজ ও ফিরে আসা জেলেদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরন করা হয়েছে। এছাড়াও যারা নিখোঁজ রয়েছে তাদেরকে খুঁজতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে নিখোঁজ জেলেদের সন্ধানে বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নেওয়া হচ্ছে।
চাল পেয়ে মাঝি হাবিবুর রহমান বলেন,উপজেলা প্রশাসন কে আমরা ধন্যবাদ জানাই। ট্রলার ডুবে যাওয়ায় খালি হাতে বাড়িতে ফিরে এসেছি, ঘরে বউ-বাচ্চা নিয়ে খাওয়ার কিছুই ছিলোনা, এখন কিছুদিন পরিবার নিয়ে ভালোই চলবে।
গত (১৭ নভেম্বর) আকস্মিক ঝড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবি ও জেলে নিখোঁজের এ ঘটনা ঘটে। এদিকে ৪দিনেও সন্ধান না পাওয়ায় নিখোঁজ এসব জেলে পরিবারের আর্তি থামছে না। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা মানবেতর জীবন-যাপন করছেন। সাগরে মাছ ধরতে যাওয়া এ জেলেরা বেঁচে আছেন না মারা গেছে তা নিয়ে রয়েছে সংশয়। প্রিয়জন ফিরে না আশায় তারা পথ চেয়ে আছেন।
এর মধ্যে ২৫ জেলেই পাথরঘাটা উপজেলার।
নিখোঁজ জেলেরা হলেন, আবু কালাম (৬০), মজিবর চাপরাশি (৪৫), ইউসুফ আলী(৩৫), মোঃ জাফার (৩৫), আঃ ছত্তার (৬৫) নাদিম (২০)  মোঃ বেল্লাল (২৫), মো. ইয়াসিন (২৫),আউয়াল বিশ্বাস (৪৮), সফিকুল ইসলাম (৪০), মোঃ ফারুক (৩৫), আঃ খালেক (৫০), মোঃ নান্টু মিয়া (৩৫), মাহতাব (৪৫), সিদ্দিক মৃধা (৪৩), কালু মিয়া (৪০), মোঃ মনির হোসেন (৪৫), সহিদুল ইসলাম (৪০), মোঃ সুবাহান খাঁ (৭১), মোঃ ইউনুস সর্দার (৭৩), মোঃ খলিল (৬১), আঃ রব (৬০), মোঃ আল আমিন (৩৫),মো: লিটন (৪১), মোঃ কালাম (৩৬), নিখোঁজ ২টি ট্রলারে থাকা জেলেদের নামে ট্রলার মালিকের পক্ষ থেকে পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি করা হয়।



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।