Bangal Press
ঢাকাMonday , 20 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

গোপালপুরে রেললাইন পাহারা দিচ্ছে আনসার সদস্যরা 

ডেস্ক রিপোর্ট
November 20, 2023 8:06 am
Link Copied!

টাঙ্গাইলের গোপালপুরে অবরোধে নাশকতা ঠেকাতে রেললাইন পাহারা দিচ্ছে আনসার ভিডিপি সদস্যরা। উপজেলার ৫টি রেলগেইটসহ একটি রেলস্টেশন ২৯জন আনসার সদস্য ২ শিফটে ২৪ঘন্টা পাহারায় নিযুক্ত রয়েছেন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার হেমনগর রেলস্টেশন ছাড়াও বেড়া ডাকুরী, মোহাইল, গরিল্লা বিল, ভোলারপাড়া ও খামারপাড়া রেলক্রসিং এলাকায় দিনের শিফটে ২জন ও রাতের শিফটে ৩জন পাহারায় রয়েছেন। রেললাইনে দুর্বত্তদের আক্রমন ঠেকাতে এবং যেকোন দুর্ঘটনা প্রতিরোধে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে উপজেলা আনসার ও ভিডিপি অফিস সূত্রে জানা গেছে। অনাকাঙ্ক্ষিত কিছু লক্ষ্য করা গেলে দ্রুত পুলিশ, উপজেলা প্রশাসন ও ৯৯৯ এ ফোন করে অবগত করার নির্দেশনা দেয়া হয়েছে।
আনসার সদস্য মো. সেলিম জানান, আমরা আনসারের ট্রেনিং করেছি ও সার্টিফিকেট আছে। তাই এখানে নিয়োগ দেয়া হয়েছে। ট্রেনিং ছাড়া কাউকে এখন নিয়োগ দেয়া হয় না।
উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ইয়াকুব আলী  বলেন, সরকারী নির্দেশনায় হরতাল ও অবরোধ চলাকালে এই ডিউটি চলমান আছে। নিয়মিত আনসার সদস্যদের সাথে যোগাযোগ রক্ষা করাসহ সরেজমিনে তাদের মনিটরিং করা হচ্ছে। গোপালপুর অংশে আমাদের মোট ২৯জন সদস্য নিয়োজিত আছে।
গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, রেলস্টেশনসহ রেলক্রসিংয়ে দুই শিফটে আনসার সদস্যরা ডিউটি করছে, আমাদের পুলিশ অফিসার তাদের নিয়মিত মনিটরিং করছে।



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।