Bangal Press
ঢাকাMonday , 20 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

নিজাম হাজারীর দুর্গে আবারও হানা দিতে তৈরি ফেনী ৩ কেন্দ্রীয় আ.লীগার

ডেস্ক রিপোর্ট
November 20, 2023 1:30 pm
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী সদর আসনে আওয়ামীলীগের প্রার্থী হতে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও বিএফইউজের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী সহ তিনজন দলীয় মনোনয়ন ফরম ফেনী কিনেছেন।
দলীয় সূত্র জানায়, গতকাল রবিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম কেনা হয়। ২০০৮ সালের ডিসেম্বরে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হয়ে বিএনপি প্রার্থী অধ্যাপক জয়নাল আবদীন ভিপির কাছে হেরে যান এ সাংবাদিক নেতা। পরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হলেও জেলার রাজনীতিতে তেমন পা বাড়াননি।
সদরে দীর্ঘদিন রাজনীতির মাঠ থেকে দূরে থাকা জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি মোশাররফ হোসেন হাজারী মিয়া গতকাল দলীয় ফরম কিনেছেন।
তিনি ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত ফেনী পৌরসভার চেয়ারম্যান ছিলেন। এছাড়া জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক শাখাওয়াত হোসেন ভূঞাও দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।
এর আগে প্রথমদিনে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, ১৮ নভেম্বর শনিবার থেকে ২১ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে। আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।
২০০৫ সাল পর্যন্ত ফেনী পৌরসভার চেয়ারম্যান ছিলেন। এছাড়া জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক শাখাওয়াত হোসেন ভূঞাও দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।