জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কুমিল্লার দুই উপজেলা পরিষদের চেয়ারম্যান। তারা হলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া ও দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
কুমিল্লা জেলা প্রশাসকের (ডিসি) কাছে সোমবার (২০ নভেম্বর) সকালে পদত্যাগপত্র জমা দেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান। একই দিন বিকেলে ডিসি কার্যালয়ে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান।
চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছি। আমি আশা করছি, নেত্রী আমাকে নৌকা প্রতীক দেবেন। তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।
দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘সংসদ নির্বাচনে দেবিদ্বার থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনব। দেবিদ্বারের সাধারণ মানুষ আমাকে সমর্থন দিয়েছে। তাই উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি আশা করছি, প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে নৌকা প্রতীক দেবেন।’
এ বিষয়ে কুমিল্লার ডিসি খন্দকার মুশফিকুর রহমান বলেন, চৌদ্দগ্রাম ও দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ পত্র আমার নিকট জমা দেন। এগুলো আমি গ্রহণ করে স্থানীয় সরকার বিভাগে পাঠিয়েছি।
সালাউদ্দিন/সাএ