Bangal Press
ঢাকাMonday , 20 November 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

সাতকানিয়া-লোহাগাড়া আসনে আ.লীগের মনোনয়ন ফরম নিলেন যারা

ডেস্ক রিপোর্ট
November 20, 2023 5:50 pm
Link Copied!

সাতকানিয়ার আংশিক অংশ ও লোহাগাড়া নিয়ে গঠিত সংসদীয় আসন ২৯২, চট্টগ্রাম-১৫। জামায়াতের ঘাটি হিসেবে পরিচিত এ আসনে অত্যাসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়তে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন সম্ভাব্য কয়েকজন প্রার্থী।
তথ্যমতে, ইতোমধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর থেকে মনোনয়ন ফরম নিয়েছেন সাতজন। তাঁরা হলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বর্তমান দুইবারের সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনুদ্দীন হাসান চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুন নাহার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মইনুল ইসলাম মামুন।
এদিকে বর্তমানে অধিকাংশ প্রার্থীই তাদের নেতাকর্মীদের নিয়ে ঢাকায় অবস্থান করছেন। পাশাপাশি তাঁরা দলীয় মনোনয়ন নিশ্চিত করতে দলের উচ্চ পর্যায়ের নেতাদের নানাভাবে মন গলাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনিই নৌকার মনোনয়ন পাবেন এ আশা ও বিশ্বাস প্রত্যেকের। বলা চলে মনোনয়ন পেতে নিজেদের মধ্যে এক ধরনের মৌন লড়াই চলছে। তবে এ লড়াইয়ে বিজয়ী হবে কে দেখতে হলে অপেক্ষা করতে হবে অন্তত আরও কয়েকদিন।সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।