ইসির পদত্যাগ, নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ নিত্যপন্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবীতে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি জামায়াতের ডাকা অবরোধের সমর্থনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ড. এমএ মুহিতের নির্দেশনায় শাহজাদপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজের নেতৃত্বে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শাহজাদপুর পৌর এলাকার স্বপন সড়কে এ বিক্ষোভ প্রদর্শন করে।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ বলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিতের নির্দেশনায় দীর্ঘ ১৭ বছর পর আজ উপজেলা বিএনপির এ বিক্ষোভ ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। আমাদের সকল দাবী পূরণ না হওয়া পর্যন্ত এ ধরনের বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ