Bangal Press
ঢাকাMonday , 20 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় যুবকের মরদেহ উদ্ধার 

ডেস্ক রিপোর্ট
November 20, 2023 3:52 pm
Link Copied!

সাভারের আশুলিয়ায় হাত-পা কাপড়ের টুকরা দিয়ে ও মুখ স্কচটেপ দিয়ে আটকানো অবস্থায় ভাড়া বাসার ঘরের মেঝে থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৭টা পর্যন্ত আশুলিয়ার পলাশবাড়ী বাতানটেক এলাকায় আলম মিয়ার মালিকানাধীন বাড়িতে এ মরদেহ উদ্ধারকাজ চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশের।
নিহত দুরুল হুদা (৪০) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার উত্তর ফতেহপুর গ্রামের বাহের আলীর ছেলে। স্ত্রী মেহেরুন্নেসাসহ আশুলিয়ার ভাড়া বাসায় থেকে  একটি কীটনাশক কারখানার প্যাকিংম্যান হিসেবে কাজ করতেন এবং তাঁর স্ত্রী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতের স্ত্রী আজ বেলা আড়াইটার পর কারখানা থেকে ফিরে বাসায় ঢুকে নিজের স্বামীর মরদেহ দেখতে পান। এ সময় তিনি আশপাশের লোকদের খবর দেন। দুরুল হুদার লাশ ঘরের মেঝেতে পড়ে ছিল। তাঁর হাত-পা কাপড়ের টুকরা দিয়ে ও মুখ স্কচটেপ দিয়ে আটকানো ছিল।
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ভাড়া বাসায় কী কারণে যুবক হত্যাকাণ্ডের শিকার হলেন, সব বিষয় মাথায় রেখে তদন্ত করছি। পিবিআই ক্রাইম সিন আসলে সুরতহাল শুরু করা হবে।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।