Bangal Press
ঢাকাMonday , 20 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

২৮ নভেম্বর থেকে মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট 

ডেস্ক রিপোর্ট
November 20, 2023 4:28 pm
Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি প্রতিপালন নিশ্চিত করতে মঙ্গলবার (২৮ নভেম্বর) থেকে নির্বাচনের মাঠে নামবে নির্বাহী  ম্যাজিস্ট্রেট। এক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন(ইসি)। সোমবার (২০ নভেম্বর) ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এই সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়।
ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতকরণের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে।  এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন,আমরা মূলত রিটার্নিং অফিসারের চাহিদা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে থাকি। তবে এর কোনো সীমা পরিসীমা নাই। ধাপে ধাপে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। 
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৭ জানুয়ারি ২০২৪ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ১৫ নভেম্বর ২০২৩ তারিখ সময়সূচি ঘোষণা করা হয়েছে। মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণ বিধি প্রতিপালনার্থে প্রত্যেক নির্বাচনি এলাকায় প্রয়োজনীয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ লক্ষ্যে ৩০০টি নির্বাচনি এলাকায় ২৮ নভেম্বর ২০২৩ তারিখ হতে ০৪ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা প্রয়োজন।
ইসি জানায়, নূন্যতম প্রতি ০৩টি ইউনিয়নের জন্য ০১ জন, দূর্গম (পার্বত্য এলাকাসহ) ও দূরবর্তী প্রতি ০২টি ইউনিয়নের জন্য ০১,প্রতি পৌরসভার জন্য ০৩ জন, তবে বৃহৎ পৌরসভার ক্ষেত্রে ০৪ জন নিয়োগ করা হবে। সিটি কর্পোরেশন এর প্রতি ০৪-০৫টি সাধারণ ওয়ার্ডের জন্য ০১ জন, তবে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় সর্বোচ্চ প্রতি ০৩ ওয়ার্ডের জন্য ০১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হবে।
ইসি জানায়, সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যতীত সহকারী কমিশনার (ভূমি)কে সংশ্লিষ্ট উপজেলায়/থানায়/জোনে/এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ প্রদান করা যাবে। যেসব উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কর্মরত নেই সেসব উপজেলায়, বিভাগ/জেলা পর্যায়ে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্য হতে অথবা অন্যকোন দপ্তর/প্রতিষ্ঠানে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্য হতে নিয়োগ দেয়া যাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটগণ বিভাগীয় কমিশনারের সাথে সমন্বয় করত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি প্রতিপালনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া প্রয়োজন।
এর আগে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন,আইনের মধ্যে আমাদের যতটা ক্ষমতা আছে, তা প্রয়োগ করবো। এই ব্যাপারে আমাদের কোনো দ্বিধা-দ্বন্দ্ব নাই। আমরা একদম বদ্ধপরিকর যে, যেভাবেই হোক একটা সুন্দর নির্বাচন করবো। সংসদ নির্বাচনে সেনা বাহিনী (সশস্ত্র বাহিনী) প্রয়োজন হলে থাকবে। কয়দিন কিভাবে মোতায়েন করা হবে, সে সিদ্ধান্ত আমরা নিইনি এখনো। আমরা যদি বুঝি যে থাকবে, আসবে তারা।
সিইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিস্ম্বের, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।



আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।