Bangal Press
ঢাকাTuesday , 21 November 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে দেড়শ চক্ষু রোগী পেল ফ্রি চিকিৎসা ও ওষুধ

ডেস্ক রিপোর্ট
November 21, 2023 8:58 am
Link Copied!

স্থানীয় উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশনের উদ্যোগে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় মঙ্গলবার দিন ব্যাপী পিছিয়ে পড়া দেড় শতাধিক চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান কার্যক্রম ভাদশা ইউনিয়নের দূর্গাদহ শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগি- তায় স্থানীয় উন্নয়ন সংস্থা ‘জাকস ফাউন্ডেশন’ দিন ব্যাপী চক্ষু রোগীর ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করে।
জাকস ফাউন্ডেশনের উপ নির্বাহী পরিচালক মোঃ আবুল বাশার প্রধান অতিথি হিসাবে মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে ওই ফ্রি চক্ষু রোগীর চিকিৎসা ও ওষুধ প্রদান কর্মসূচীর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমৃদ্ধি কর্মসূচীর ফোকাল পার্সন ও জাকস ফাউন্ডেশনের পরিচালক (কার্যক্রম) মোঃ রফিকুল ইসলাম বাদশা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাকস ফাউন্ডেশনের ধলাহার অঞ্চলের সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আমিরুল ইসলাম, দূর্গাদহ শাখা ব্যবস্থাপক মোঃ শাহিনুর আলম ও ভাদশা ইউনিয়নের প্রবীণ কর্মসূচীর প্রোগ্রাম অফিসার নুর আলম সবুজ, সমৃদ্ধি কর্মসূচী সমন্বয়কারী মোঃ গোলাম কিবরিয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ভাদশা ইউনিয়নের দেড় শতাধিক দরিদ্র ও পিছিয়ে পড়া চক্ষু রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবাসহ সকল প্রকার ওষুধ, লেন্স, আই ড্রপ, চশমা, যাতায়াত ও খাবার প্রদান করা হয়। এ ছাড়াও সাধারণ চক্ষু রোগীদের থেকে বাছাই কৃত ৩৫ জন চক্ষু রোগীর বিনা মূল্যে ছানি ও মাংস বৃদ্ধি অপারেশন করার ব্যবস্থা করা হয়।সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।