ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা ছিলাধরচর সদরদী এলাকায় একটা মরা নদী থেকে অজ্ঞাত (৬০) বছর বয়সী নারীর লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। তবে নারীর পরিচয় জানা যায়নি। পরিচয় সনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে ডাকা হয়েছে। এরপর ময়না তদন্তে জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর মর্গে পাঠানো হবে।
ভাঙ্গা পৌরসভার স্থানীয় ৬ নং ওয়ার্ড কমিশনার আবুল কালাম আজাদ জানান, সকালে মরা বিলে আমার এলাকার রাশেদ নামের একজন কচুরি কাটতে গিয়ে নারীর লাশ দেখতে পায়। পরে আমরা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে। তবে তাকে কেউ চিনতে পারছে না।
এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, একজন গরুর জন্য কচুরি কাটতে গিয়ে লাশ দেখে এর পরে স্থানীয়রা ৯৯৯ খবর দেয়। সংবাদ পেয়ে আমি অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মহোদয় সহ ঘটনাস্থলে হাজির হই। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এই মহিলা সোমবার কোন এক সময় ডোঙ্গা দিয়ে ব মরা নদী পার হচ্ছিল। এ সময় তিনি ডোঙ্গা থেকে পড়ে গভীর জলে তলিয়ে যায়। পরে আমরা গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম জানান, ঐ নারির পরিচয় সনাক্ত জন্য পি.বি,আইকে সংবাদ দেয়া হয়েছে। তারা আসলে হয়তো পরিচয় নিশ্চিত করা যাবে। এরপর লাশ ময়না তদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আসল রহস্য জানা যাবে।
সালাউদ্দিন/সাএ