সোহানুজ্জামান সোহান, ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, নবাবগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর) আসনে প্রথমবারের মতো মনোনয়ন ফরম কিনেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বর্তমান বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ প্রদীপ চৌধুরী।
আব্দুর রাফে খন্দকার সাহানশা বলেন, সে একজন শহীদ পরিবারের সন্তান। তার পিতা মহরুম আব্দুর রহিম খন্দকার স্বাধীনতা পরবর্তী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকাকালীন আততায়ীর গুলিতে নিহত হন। তার দীর্ঘদিনের রাজনীতির ক্যারিয়ার ও দলের জন্যে নিবেদিত হিসেবে মনোনয়ন পাওয়ার দাবী করেন মাননীয় প্রধানমন্ত্রীর নিকট।
অপরদিকে প্রদীপ চৌধুরী জানান, ছাত্রীলীগ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে সাহসীকতার সাথে কাজ করে যাচ্ছে। তিনি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক থাকা কালীন এমন কোন বিতর্কিত কাজ করেননি যা জননেত্রী শেখ হাসিনার মান ক্ষুণ্ণ করেছে। তিনি নিজেকে একজন সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে দাবি করেন।
সালাউদ্দিন/সাএ